Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রেমিকার আপত্তিকর ছবি ফেইসবুকে ভাইরাল, যুবক গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১০:০৫

প্রেমিকার আপত্তিকর ছবি ফেইসবুকে ভাইরাল, যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত মো. নাইম উদ্দিন

নারীর সাথে প্রেমের নামে প্রতারণা ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করার অভিযোগে মো. নাইম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। এ সময় তার কাছে থাকা ঘটনায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে কক্সবাজারের চকরিয়া থানা বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাইম উদ্দিন বান্দরবান জেলার লামা থানার কেদারবাদ গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। জেলা পুলিশের নিজস্ব ফেইসবুকে প্রচারের মাধ্যমে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ২২ ফেব্রুয়ারি নাঈম একটি ফেইক ফেইসবুক আইডি খুলে ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছড়িয়ে দেয়। নারীর মা বিষয়টি জানতে পেরে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। চকরিয়া থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে। এর পর থেকে প্রতারণ নাইমকে আটক করতে তৎপরতা শুরু করে পুলিশ। সর্বশেষ ১৭ জুন চকরিয়ার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া এলাকা থেকে অভিযুক্ত নাইমকে আটক করা হয়।

তার বিরুদ্ধে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫