Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০২

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

নিহত পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপভ্যানের চাপায় গোলাম মোস্তফা (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালামুড়িয়া এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোস্তফা কসবা থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আলী আজমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রাতে সড়কে দায়িত্বরত অবস্থায় একটি পিকআপভ্যান এসআই মোস্তফাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার পরপরই পিকআপভ্যান নিয়ে চালাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫