Logo
×

Follow Us

জেলার খবর

ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৮:১১

ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাইফুল ইসলাম। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর নিউ পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। 

শনিবার (১৯ জুন) ভোরে পাটেশ্বরীতে সাইফুলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

জানা যায়, সাইফুলের বিরুদ্ধে তার ক্লিনিকের এক নার্স ধর্ষণের অভিযোগ আনেন। এই নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে ঠাকুরগাঁও সদর থানার এক কর্মকর্তা কৌশলে এজাহারে ধর্ষণের বিষয়টি উল্লেখ করেননি বলে গত ১৫ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই নারী।

তবে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর অভিযোগ এনে সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার (১৭ জুন) নিজ বাসায় পাল্টা সংবাদ সম্মেলন করেন। এর দুই দিন পর শনিবার ভোরে তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, সাইফুলকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫