Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৩:৫৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টা দিকে তেবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে আম ব্যবসায়ী সেলিম হাওলাদার (৫০) নিহত হয়েছেন এবং ট্রাকের চালক সোহেল (৩০) ও হেলপার রেজাউল (৩৩) আহত হয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে একটি আম বোঝাই ট্রাক রাজশাহীর দিক থেকে আসছিল। ট্রাকটি জাবারিয়া এলাকার রুপা পেট্রোল পাম্পের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের ওপর থাকা আম ব্যবসায়ী সেলিম হাওলাদার ছিটকে নিচে পড়ে যান এবং ট্রাকের ভেতরে থাকা চালক সোহেল রানা এবং হেলপার গুরুতর আহত হন। 

এলাকাবাসী তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আম ব্যবসায়ী সেলিম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

ট্রাকচালক এবং হেলপার এখনো নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫