Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৬:৫৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও  অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উখিয়ার কোটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত আরো চারজনের চিকিৎসা চলছে। সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫