Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ১৮:২৮

বাগেরহাটে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুন) শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯২ জনে। মারা গেছে ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৮৪০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৮১ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই হার গত কয়েক দিনের থেকে অনেক বেশি। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫