Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১৯:০৩

চট্টগ্রামে অর্ধকোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

জব্দকৃত ইয়াবা

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকায় অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৩ জুন) বিকেল সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত চারজন হলেন- আব্দুল হান্নান (৪২), শাহবুদ্দিন (৩২), সাইফুল ইসলাম মামুন (২৫) ও আসিফ খান মনির (২৪)। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। 

তিনি বলেন, বুধবার বাকলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫৮ লাখ ৮০ হাজার মূল্যের ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত চারজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাকলিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫