Logo
×

Follow Us

বাংলাদেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২১, ২০:৫৭

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

প্রতীকী ছবি

মাগুরা-যশোর সড়কের কাটাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুরাইয়া খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জুন) এ দুর্ঘটনা ঘটে। সে সদরের ছয়চার গ্রামের আসাদুর রহমানের মেয়ে ও সিতারামপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

কাটাখালি বারের ব্যবসায়ী হান্নান মোল্যা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সুরাইয়া নিজ স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। 

কাটাখালী বাজারের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। 

তাকে বহনকারী এ্যাম্বুলেন্সটি বিকালে ঢাকার গাবতলি পৌঁছলে সেখানে তার মৃত্যু হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫