Logo
×

Follow Us

বাংলাদেশ

মহেশখালীতে জলদস্যুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১১:৫২

মহেশখালীতে জলদস্যুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

একরামুল হকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির বেড়িবাঁধের পাশ থেকে একরামুল হক (৩০) নামে এক জলদস্যুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে  কোপানোর ক্ষত রয়েছে। 

গতকাল বুধবার (৩০ জুন) মধ্যরাতে মাতারবাড়ির উত্তর রাজঘাট বেড়িবাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

একরামুল মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে। তিনি ২০১৯ সালে ২৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একরামুল জামিনে জেল থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। বুধবার মধ্যরাতে বেড়িবাঁধের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই  বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথায় এলোপাতাড়ি কোপানো হয়েছে। এখনো এ নিয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫