Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনাভাইরাস : ময়মনসিংহের আরো ৮ জনের মৃত্যু

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১৫:৫৩

করোনাভাইরাস : ময়মনসিংহের আরো ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

গতকাল বুধবার (৩০ জুন) সকাল ৮ টা থেকে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদরের কাজী নজরুল (৭৫), নেত্রকোনা সদরের রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২)।

করোনা উপসর্গ নিয়ে মারা ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের জামতলা এলাকার মজিবুর রহমান (৬৫), মুক্তাগাছার মাহবুব আলম (৪৫), শেরপুর সদরের জিনাত আরা (৩৪) ও নেত্রকোনা সদরে আলেয়া বেগম (৩০)

ময়মনসিংহের সিভিল সার্জন অফিস সূত্রে  জানা যায়, গত ২৪ ঘণ্টায়  ময়মনসিংহ মেডিকেলের পিসিআর ল্যাবে ও বিভিন্ন উপজেলার হাসপাতালে  অ্যান্টিজেন টেস্টে ৪৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২৯.১১%.।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫