
প্রতীকী ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে শাওন মিয়া (১৯) নামে এক মাদকসেবীর লাশ পাওয়া গেছে।
বুধবার (৩০ জুন) রাত ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের সুবর্ণখালি নদী থেকে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে।
নিহত শাওন ভুরারবাড়ি গ্রামের রুস্তম আলীর ছেলে বলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার রাত ৭টার দিকে শাওন আরামনগর বাজার থেকে মদ্যপান করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাড়ির কাছে সুবর্ণখালি নদী উপর সেতুতে দাঁড়িয়ে মাতলামি করছিল। একপর্যায়ে সেতু থেকে নদীতে পড়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে সরিষাবাড়ীর ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একঘণ্টা অভিযানেও সন্ধান না পেয়ে তারা ফিরে যায়। রাত ২টার দিকে সেতুর কাছে নদীতে শাওনের ভাসমান লাশ পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রফিকুল হক বলেন, নিখোঁজ হওয়ার ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।