চট্টগ্রামের ৭ প্রবেশ পথে চলছে র্যাব-সেনাবাহিনীর তল্লাশি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১৮:২২

কঠোর বিধিনিষেধে মাঠে র্যাব
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে আজ ভোর থেকে নগরীর অলংকার, কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় টহল ও তল্লাশি শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।
এছাড়াও কঠোর বিধিনিষেধে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাঠে রয়েছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যরা।
এদিকে, নগরীতে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের সাথে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক সাম্প্রতিক দেশকালকে বলেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের নিয়ে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে গণমাধ্যমসহ কিছু জরুরি পরিষেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।