Logo
×

Follow Us

বাংলাদেশ

গোসাইরহাটের ইউএনও সপরিবারে করোনায় আক্রান্ত

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১৯:৫৫

গোসাইরহাটের ইউএনও সপরিবারে করোনায় আক্রান্ত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার পরও স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

গত বুধবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।

তিনি জানান, ইউএনও আলমগীর হোসাইনসহ পরিবারের অন্য সদস্যদের অসুস্থতা দেখা দিলে বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার সন্তানসম্ভবা স্ত্রী ও একমাত্র কন্যাও করোনা পজিটিভ হয়েছেন।

এ ব্যাপারে ইউএনও আলমগীর হোসাইন মুঠোফোনে বলেন, তিনিসহ তার পরিবারের সবাই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫