ঝিনাইদহে করোনায় ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১১:১৪
ঝিনাইদহ হাসপাতাল
ঝিনাইদহে করোনাভাইরাসে ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ১১৩ জন।
আজ রবিবার (৪ জুলাই) সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘন্টায় কালীগঞ্জ ও কোটচাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এছাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে চারজন ও মহেশপুরে দুইজন মারা গেছে।
গত ২৪ ঘন্টায় ২৯২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ১১৩ জনের করোনা পজেটিভ এসেছে। পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার ৩৮.৬৮। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৭০৪ জনে।
বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ১১৯ জন।