Logo
×

Follow Us

জেলার খবর

বিদ্যালয়ের বারান্দা থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১১:২০

বিদ্যালয়ের বারান্দা থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে হরেন্দ্র পন্ডিত (৬০) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দুয়া পৌরসভার আদমপুর পন্ডিত এন্ড খান প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

হরেন্দ্র পন্ডিত আদমপুর গ্রামের মৃত জিতেন্দ্র পন্ডিতের ছেলে। সে কেন্দুয়া বাজারের নৈশ প্রহরী ছিলেন। 

অফিসার ইনচার্জ নেওয়াজ জানান, হরেন্দ্র পন্ডিত শুক্রবার রাতে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজ করছিলেন। গতকাল বিকেলে গ্রামের শিশুরা আদমপুর পন্ডিত এন্ড খান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকাবাসী তাৎক্ষনিক বিষয়টি কেন্দুয়া থানা পুলিশকে অবহিত করে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫