Logo
×

Follow Us

জেলার খবর

যশোর শামস্-উল-হুদা একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১২:২১

যশোর শামস্-উল-হুদা একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন

জাহেদী ফাউন্ডেশন

জাহেদী ফাউন্ডেশনের নির্মিতব্য যশোরের খাজুরার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শামস্-উল-হুদা একাডেমিক ভবনের দোতলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। 

সোমবার (১২ জুলাই) ঢালাইয়ের কাজ পরিদর্শন করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়।  

নির্মাণাধীন ভবন কাজের পরিদর্শনকালে ঠিকাদার ও সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়ে রণজিৎ কুমার রায় বলেন, ‘শামস্-উল-হুদা একাডেমিক ভবন কলেজের স্বপ্নের ফসল। এ কাজে কোনো অনিয়ম হলে তা মেনে নেয়া হবে না। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে একদিকে প্রতিষ্ঠানের শ্রেণি সংকট নিরসন হবে।’

কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘জাহেদী ফাউন্ডেশন পাঁচতলা বিশিষ্ট ভবনটি নির্মাণে অর্থায়ন করছে। নির্মাণ কাজে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি টাকা।’

স্বাস্থ্যবিধি মেনে ভবন পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলী হায়দার টফি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, রুবেল রানা, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ, মাগুরা জেলা সৈনিক লীগ নেতা মিন্টু বিশ্বাস প্রমুখ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫