Logo
×

Follow Us

বাংলাদেশ

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৪:১৪

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার মোহাম্মদ ইউনূস

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইউনূসকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ জুলাই) মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ দল বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার ফিনিক্স ভাঙ্গা মসজিদসংলগ্ন এলাকা অভিযান চালিয়ে মোহাম্মদ ইউনূসকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (১৪ জুলাই) তাঁকে আদালতে পাঠানো হবে।

মোহাম্মদ ইউনূস একজন মাদক ব্যবসায়ী। সে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা বলেও জানায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫