Logo
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা: আটক ৩

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১৮:২২

লালমনিরহাটে সাংবাদিকের উপর হামলা: আটক ৩

সাংবাদিকের উপর হামলার অভিযোগে আটককৃত সদস্যরা

লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলাকারী তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। 

আটক তিনজন হলেন- বড়খাতা এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম মুকুট ও আলী রেজা বাদল এবং তাইজুল ইসলাম মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয়। 

এর আগে গত রবিবার ওই উপজেলার বড়খাতা এলাকায় হামলার শিকার হয় আঞ্চলিক দৈনিক বাহান্নোর আলো পত্রিকার সাংবাদিক সেলিম সম্রাট। ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। 

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫