
প্রতীকী ছবি
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা মেডিকেলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮২ জন ও উপসর্গে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে।
এসময়ে জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২৪ জনের, করোনা শনাক্ত হয়েছে ৯২ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৩৯ শতাংশ।
জেলায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৭৩ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেলে ২৭ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন আছেন। বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪১ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে ২১২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন।
গত জেলায় ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৫০ জন।