Logo
×

Follow Us

বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ২২:১৬

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্য মতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত হয়ে এবং ছয়জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের সুমনা (৩৫), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের এমদাদুল হক (৫০) ও রমেসা, (১০০), ত্রিশালের সামাদ (৯০), নেত্রকোনার বারহাট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদরের রাজিয়া (৮৫), মাদারগঞ্জের মেরি (৫০)।

ডা. মো. মহিউদ্দিন খান আরো জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৭৯জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫