Logo
×

Follow Us

বাংলাদেশ

ঘরের মাটি খুঁড়ে মিলল গাঁজা, রোহিঙ্গা দম্পতি আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৪:৪৫

ঘরের মাটি খুঁড়ে মিলল গাঁজা, রোহিঙ্গা দম্পতি আটক

২৩ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা দম্পতি। ছবি : কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে বসতঘরের মাটি খুঁড়ে ২৩ কেজি গাঁজাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ সোমবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) নাঈমুল হক।

আটকরা হলেন- কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-২১, রুম নং-৬ এর কাল্লু মিয়ার ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী মাকিলা ওরফে ফাতেমা বেগম (২৬)।

এসপি নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের মোবাইল টহল দল কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মাকিলা ওরফে ফাতেমা বেগমের বসতঘরের দরজার পাশে মাটি খুঁড়ে মাটির নিচে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ১৩টি প্যাকেটে আনুমানিক ২৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

জব্দ করা গাঁজাসহ আটক রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫