Logo
×

Follow Us

বাংলাদেশ

জ্বিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যার অভিযোগ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২০:৪৯

জ্বিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যার অভিযোগ

ফাইল ছবি।

বরিশালের হিজলায় জ্বিন ছাড়াতে গিয়ে রাসেল নামে এক যুবককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত রাসেল চর মেমানিয়া এলাকার আলমগীর ঘরামীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আটক দুই সহোদর হলেন- ইসমাইল (২৪) ও ইমরান শেখ (২৫)। তারা হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের বিছরগ্রাম বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী এই তথ্য নিশ্চিত করে জানান, রাসেল দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তার ওপরে জ্বিন ভর করেছে। এজন্য জ্বিন ছাড়াতে সোমবার দুপুরের দিকে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুইজন ফকিরকে ডেকে আনে রাসেলের স্বজনরা।

তিনি বলেন, জ্বিন ছাড়ানোর নামে এক পর্যায়ে রাসেলের গলাটিপে ধরে দুই ফকির। এতে রাসেল জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টেকের বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হয়। এ সময় গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয়রা দুই যুবককে আটক করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুই যুবককে হেফাজতে নেয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক বিন ইসলাম রাসেল বলেন, জ্বিন ছাড়াতে গিয়ে যুবককে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫