Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে জালে উঠে এলো শিশুর লাশ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৫:০৮

কক্সবাজারে জালে উঠে এলো শিশুর লাশ

জালে উঠে আসা শিশুর লাশ

কক্সবাজারের পেকুয়ায় জেলেদের জাঁকিজালে মিললো জাহেদুল ইসলাম (১২) নামে এক  শিশুর মরদেহ।

স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে যাওয়া শিশুর লাশটি জালে উঠে আসে।  

শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। মৃতজাহেদুল ইসলাম একই গ্রামের ফজল করিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী আবুল কালাম বলেন, কয়েকদিনের টানা বর্ষণে চারদিকে পানি আর পানি। সকালে আরজু ও জাহেদ বাড়ির পাশে গলা সমান পানিতে খেলছিল। এ সময় হঠাৎ জাহেদ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা পরে পানিতে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। পরে জেলেদের  জাঁকিজালে তার মরদেহ ভেসে উঠে।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫