Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরো দুইজনের মৃত্যু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৬:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আরো দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ ও অপরজনের ৮৩ বছর। 

শুক্রবার (৩০ জুলাই) ভোররাত ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৭ জনে দঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩২৭ জন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. এনামুল হাসান জানান, মৃত দুইজন গত ২৫ ও ২৮ জুলাই আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। 

বর্তমানে আইসোলেশন ইউনিটে ৫০ জনের অধিক করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫