রোহিঙ্গা নিয়ে ট্রলারডুবি: আরো এক শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবিতে মৃত নূর হাফেজ (৭) নামে আরো এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভাসানচর ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের আমির হামজার ছেলে। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। 

তবে এখনো ১৩ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।    

গতকাল শুক্রবার (২০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে সীতাকুণ্ড থানার পশ্চিম সৈয়দপুর এলাকার নদীর পাড়ের প্যারাবন থেকে সীতাকুন্ড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নোয়াখালী জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৪ জন রোহিঙ্গার মরদেহের পরিচয় শনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর ও দাফন সম্পন্ন হয়েছে।

গত ১৩ আগস্ট রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //