Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে ককটেলসহ আটক ১

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১২:৩৭

জামালপুরে ককটেলসহ আটক ১

মো. ফারুক আহম্মেদ

জামালপুরে ককটেল সদৃশ্য ছয়টি বিস্ফোরক বস্তুসহ মো. ফারুক আহম্মেদ (৪৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ের রাজিন মেডিকেল হলে অভিযান চালিয়ে গতকাল সোমবার (৩০ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

ফারুক জেলার মেলান্দহ উপজেলার বাঘবাড়ি গ্রামের মৃত নাসির মোল্লার ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সমাজের বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে ককটেল সদৃশ্য ছয়টি বিস্ফোরক বস্তু ও একটি মোবাইলসহ আটক করা হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫