Logo
×

Follow Us

বাংলাদেশ

বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১২:৫৯

বেনাপোলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ছবি : বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি এলাকার কারও কি না কেউ শনাক্ত করতে পারিনি। 

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। খবর পেয়ে যশোরের নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সকালে উঠে রেল স্টেশন এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পোর্ট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে- লোকটিকে অন্য কোনো স্থানে হত্যা করে রাতের অন্ধকারে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫