Logo
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো ভ্রাম্যমাণ আদালত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৬:১৮

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো ভ্রাম্যমাণ আদালত

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরের সারদাগঞ্জ বাঘাবাড়ী মসজিদের পাশে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, সারদাগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়া সংবাদ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ পর্যন্ত দেড় শতাধিক বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব বাড়িতে প্রতিটি কক্ষে একটি করে ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

এ সময় ওই এলাকার সহস্রাধিক চুলার সং‌যোগ বিচ্ছিন্ন করা হয়। এসব এসব চুলা জব্দ করার পাশাপাশি বিপুল পরিমাণ দুই ইঞ্চি পাইপ ও সার্ভিস পাইপ তুলে ফেলা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুই বাড়ির মালিককে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫