Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৯:৫৩

বরিশালে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

গাঁজাসহ আটককৃত ব্যক্তি

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি গাঁজ ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮।

আটককৃত মাদক ব্যবসায়ী মো. সেলিম বালি (৫৪) উজিরপুর উপজেলার মধ্য ধামুরা গ্রামের মৃত আব্দুল অহেদ বালির ছেলে।

মঙ্গলবার (৩১ আগস্ট) র‌্যাব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গৌরনদী ঘেরাঘাট এলাকা থেকে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

এসময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তার কাছ থেকে দুই কেজি ৩২০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির চার হাজার ৩৮২ টাকা জব্দ করেন তারা।

এই ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে গৌরনদী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সেলিম বালিকে আদালতের মাধ্যমে জের হাজতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫