Logo
×

Follow Us

জেলার খবর

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নারীসহ আটক ৬

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪

অবৈধভাবে সীমান্ত অতিক্রম, নারীসহ আটক ৬

নারীসহ আটক ছয়জন

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে অতিক্রম প্রতিদিন বেড়েই চলেছে। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বার) ভোরে অবৈধভাবে অতিক্রমকালে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে নারীসহ ছয়জনকে গ্রেফতার করে ৫৮ বিজিবি।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনী থানার কানুরগাও গ্রামের নকুল মন্ডলের ছেলে তরুন মন্ডল (৩৭), খুলনা জেলার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের মো. রব শেখের মেয়ে আমিনা খাতুন (২২), বি-বাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার বাঞ্চারামপুর গ্রামের মৃত আহমদ মিয়ার মেয়ে সুমি আক্তার (২৪) এবং নাসরিন আক্তার (৩০), নড়াইল জেলার কালিয়া থানার খড়িয়ালা গ্রামের তৈয়ব শেখের ছেলে তাজমুল (৩২), একই থানার পেরুলি গ্রামের মো. ইয়াছিনের ছেলে শাহকুব (১৭)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫