Logo
×

Follow Us

বাংলাদেশ

পাটে কৃষকের হাসি

Icon

নাজমুস সাকিব মুন, পঞ্চগড়

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

পাটে কৃষকের হাসি

পাটে কৃষকের হাসি

পঞ্চগড়ের সমতল ভূমিতে চা চাষ আর আবাদি জমিতে পাথর উত্তোলনের কারণে ততটা পাট চাষ না হলেও, একেবারে হাল ছাড়েননি জেলার কৃষক। এবার পাটের ভালো ফলন হয়েছে এ জেলায়। কৃষক দামও পাচ্ছেন ভালো। 

আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, পাইকাররা গ্রামে গ্রামে ঘুরে পাটখড়ি কিনে শহরে নিয়ে যায়। মাঝারি সাইজের একেকটা আটি ৩০-৪০ টাকায় বিক্রি হয়। 

লক্ষ্মীপুর গ্রামের কৃষক নাজিম বলেন, প্রচুর রোদ আছে, পাটখড়ি ভালোভাবে শুকানো যাবে। 

গোয়ালপাড়ার খড়ি ব্যবসায়ী আকবর আলী বলেন, আমরা গ্রাম থেকে পাটখড়ির আটি কিনে এনে পরিষ্কার করার পর আটিগুলো ভালোভাবে বাঁধি। তারপর সেগুলো বাজারে বিক্রি করি। প্রতিটি ৫০-৭০ টাকায় বিক্রি করি। 

জেলার কৃষি অফিসের তথ্য মতে, এবার জেলায় ৮ হাজার ২৮৫ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ হাজার ২৫৩ টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, জেলায় এবার পাটের ফলন ভালো হয়েছে। পাটের দামও ভালো। কৃষকরা তাদের উৎপাদিত পাটখড়িগুলো শুকিয়ে সংরক্ষণ করতে পারলে বাড়তি আয়ের সুযোগ পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫