Logo
×

Follow Us

বাংলাদেশ

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ছবি: সাম্প্রতিক দেশকাল

খুলনায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইক চালক মো. জিল্লুর রহমান (৪৫) ও যাত্রী সিয়াম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক যাত্রী অজ্ঞাত মহিলা (৪০) এবং লিটন পান্ডে (৪৯) আহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হরিনাটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে দুর্ঘনাটি ঘটে।

নিহত সিয়াম বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফতলা গ্রামের জুলফিকারের ছেলে এবং জিল্লুর রহমান নগরীর হরিনটানার জয়খালী গ্রামের মৃত মো. এমদাদুল হকের ছেলে।

আহতের মধ্যে অজ্ঞাত মহিলার অবস্থা আশঙ্কাজনক। তাদেরক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হরিনটানা থানার হোগলাডাঙ্গা পাওয়ার প্ল্যান্টের সামনে যাত্রীবাহী ইজিবাইক ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী সিয়াম নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬টার দিকে ইজিবাইকচালক জিল্লুর রহমান মারা যান।

হরিনটানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫