
ফাইল ছবি
মাদারীপুরে শিবচরে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ইয়ামনি আক্তার নামের এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রাসন ব্রিজঘাটের তাঁতিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু ওই এলাকার ফরিদ সিকারীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রাসন ইউনিয়নের ব্রিজঘাট তাঁতিপাড়া এলাকা দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ওই শিশু। রাস্তা পারাপারের সময় শরীয়তপুরের জাজিরা থানাধীন কাজিরহাট বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন ওই শিশু। পরে পরিবার ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ভ্যানচালক মো. জাহাঙ্গীর মাতবরকে আটক করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।