Logo
×

Follow Us

বাংলাদেশ

শিবচরে ভ্যানের চাপায় শিশু নিহত

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

শিবচরে ভ্যানের চাপায় শিশু নিহত

ফাইল ছবি

মাদারীপুরে শিবচরে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় ইয়ামনি আক্তার নামের এক শিশু নিহত হয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রাসন ব্রিজঘাটের তাঁতিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু ওই এলাকার ফরিদ সিকারীর মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্রাসন ইউনিয়নের ব্রিজঘাট তাঁতিপাড়া এলাকা দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ওই শিশু। রাস্তা পারাপারের সময় শরীয়তপুরের জাজিরা থানাধীন কাজিরহাট বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন ওই শিশু। পরে পরিবার ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ভ্যানচালক মো. জাহাঙ্গীর মাতবরকে আটক করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫