Logo
×

Follow Us

বাংলাদেশ

পুঠিয়ায় কসমেটিক তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০

পুঠিয়ায় কসমেটিক তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

প্রসাধনী তৈরির উপকরণ

রাজশাহীর পুঠিয়ায় অবৈধ ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন র‍্যাব-৫ এর সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। 

এ ঘটনার সাথে জড়িত কারখানার মালিকসহ দুইজন কর্মচারিকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত উপকরণগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপর সাড়ে ১২ থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার পালোপাড়া গ্রামের ওই কারখানায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ওই কারখানায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানির নাম এবং স্টিকারযুক্ত নকল কসমেটিকস তৈরি করা হচ্ছে। গোপন সংবাদে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। তিনি কারাখানার মালিক মহিউদ্দিন কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানার কর্মচারী জাহাঙ্গীর শেখকে ২ হাজার ও সৈয়দ হাফিজুল আলীকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫