Logo
×

Follow Us

বাংলাদেশ

গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

Icon

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৮

গফরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

সাপের কামড়ে মৃত শিক্ষার্থী

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে আরাফাত (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আরাফাত একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় শিলা বাজার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনায় সত‍্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাটির দেয়ালের বসত ঘরে টেবিলে বসে আরাফাত পড়ালেখা করা সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা প্রথমে তাকে ওঝার কাছে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে চিকিৎসা সেবা না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত অনুমান ১০ টার দিকে তার মৃত্যু হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫