Logo
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় বজ্রপাতে নারীর মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

সাতক্ষীরায় বজ্রপাতে নারীর মৃত্যু

প্রতীকী ছবি

শ্যামনগরে বজ্রপাতে নমিতা বালা মন্ডল (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ আঙ্গিনায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ আটুলিয়া গ্রামের নিরাপদ মন্ডলের স্ত্রী। অপরদিকে একই দিনে বিকাল ৫টার দিকে খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় দিগন্তা বৈদ্য (২৮) নামে এক জেলে বজ্রপাতের আঘাতে নদীতেই নিখোঁজ হয়েছেন। তিনি একই ইউনিয়নের বড়কুপট গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।

উভয় পরিবারের বরাত দিয়ে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম. আতাউল হক দোলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলের উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫