Logo
×

Follow Us

জেলার খবর

নাগর নদীতে ডুবে ২ নারীর মৃত্যু

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১

নাগর নদীতে ডুবে ২ নারীর মৃত্যু

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৫) ও আট ঘরিয়া এলাকার মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৬)।

পারিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাজেদা ও রুবিনা ঘাস কাটতে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদী পার হচ্ছিলেন। এ সময় নদীতে নৌকা ডুবে ওই দুই নারীর মৃত্যু হয়। 

কিছুপর নদীর পাড়ে মাজেদার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তার পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূরে রুবিনার লাশও পায় এলাকাবাসী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫