
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু সীমারপাড় গ্রামের আহাদ আলীর মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিশুটি রাতে ঘরেই খেলাধুলা করছিলো। হঠাৎ বিদ্যুতের তার টিনের বেড়ায় লাগে। এসময় লামইয়া বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানান তিনি।