Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৪

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

প্রতীকী ছবি

পঞ্চগড়ে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় ইব্রাহীম খলিল নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ও দেবীগঞ্জ উপজেলার তহিবুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল বিদ্যালয় থেকে মোটরসাইকেলে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তেপুকুরিয়া এলাকায় ডিম বোঝাই একটি পিকআপ মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শিক্ষক ইব্রাহীম খলিল মারা যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পিকাআপটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫