
ঝিনাইদহে এক বৃদ্ধাকে (৬০) ফেলে চলে গেছেন তার ছেলে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শাহী নান্না বিরিয়ানি হাউজের সামনে ঘটনাটি ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ওষুধ কেনার কথা বলে এক যুবক বৃদ্ধা নারীকে হোটেলে রেখে যান। এরপর আর ফিরে আসেননি নিজেকে ওই নারী ছেলে পরিচয় দেয়া যুবক। হোটেলেই অজ্ঞান হয়ে পড়ে যান ওই নারী।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চিকিৎসকেরা জানান, অজ্ঞাত মহিলার চিকিৎসা চলছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত জ্ঞান ফেরেনি। তবে অক্সিজেন লেভেল ও প্রেসার ঠিক আছে।