Logo
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গার ঘরে মিললো ৯০ হাজার ইয়াবা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১৫:২২

রোহিঙ্গার ঘরে মিললো ৯০ হাজার ইয়াবা

রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় ৯০ হাজার ৬০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৪ এর মোহাম্মদের ছেলে জামাল হোসেন ও মো. ইসমাইলের ছেলে আবু আলম।

এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জামাল ও আবু দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করছেন- এমন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। 

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জামাল ও আবু। পরে তাদের আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে ঘরে তল্লাশি চালিয়ে বস্তায় মোড়ানো ৯০ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবাসহ আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫