Logo
×

Follow Us

জেলার খবর

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ২০:১০

মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিলো স্কুলছাত্রের প্রাণ

শিক্ষার্থী রাহিমুল ইসলাম জয়

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালাতে গিয়ে রাহিমুল ইসলাম জয় (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হয়েছেন।

শনিবার (২ অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী উপজেলার সাতপোয়া গ্রামের অধিবাসী ও সরিষাবাড়ী পৌরসভার কর শাখার কর্মচারী রফিকুল ইসলাম দুলালের ছেলে। তিনি সরিষাবাড়ী প্রিপারেটরি স্কুলে পড়তেন।

স্থানীয় সূত্র জানায়, রাহিমুল ইসলাম জয় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আত্মীয় বাড়িতে দাওয়াত খেয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-ডোয়াইল-ধনবাড়ি সড়কের সাইঞ্চারপাড় (জোড়ব্রিজ) এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জামান তিথী জানান, বিকেল ৪.৩০টার দিকে জয়কে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই সে মৃত্যুবরণ করে। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫