Logo
×

Follow Us

বাংলাদেশ

আম গাছে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৯:০১

আম গাছে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

কবিরহাট থানা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নুসরাত জাহান রুমি (১৯) নামে এক তরুণী মরদেহ বাড়ির পাশে আমগাছ থেকে উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

গতকাল বুধবার (৬ অক্টোবর) বিকালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় বাড়ির পাশে আমগাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

রুমি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর নবীর মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বসতঘরের পাশের পুকুরপাড়ে আমগাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় বাড়ির লোকজন তাকে দেখতে পায়। পরে খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫