Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রামে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার, বড় ছেলে আটক

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১০:১৫

চট্টগ্রামে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার, বড় ছেলে আটক

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় গ্রামের এক বাড়ি থেকে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)।  

এ ঘটনায় নিহত মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে।   

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন এসব তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে নিজ বাড়ি থেকে মোস্তফা হোসেন, তার স্ত্রী ও এক ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় রক্তমাখা অবস্থায় নিহত দম্পতির বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। 

তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫