Logo
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জ-সিলেট সড়কে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধা নিহত

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১৫:১১

সুনামগঞ্জ-সিলেট সড়কে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতীকী ছবি

সুনামগঞ্জের সুনামগঞ্জ-সিলেট সড়কের রাবারবাড়ী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবারবাড়ি এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাবারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা মেয়ের বাড়ি আদর্শগ্রাম থেকে সকালে নিজ বাড়িতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়ক পারাপারের সময় পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫