Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে শিশুর লাশ উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৭:৫৩

নাটোরে শিশুর লাশ উদ্ধার

লাশ উদ্ধার

নাটোরের লালপুরে ধান ক্ষেত থেকে বাবলী (৬) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র ও বাবাকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ অক্টোবর) উপজেলার আব্দুলপুর এলাকার মনি মাস্টারের ধানের জমি থেকে বস্তাবন্দী শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মৃত শিশু উপজেলার আব্দুলপুরে কদমতলা গ্রামের বাবু কুলির মেয়ে। 

আটককৃতরা হলেন- একই গ্রামের সাইদুল ইসলাম ও তার স্কুল পড়ুয়া ছেলে ইলিয়াস হোসেন ঈমন।

লালপুর থানার ওসি মো. ফজলুর রহমান জানায়, গত ১৯ অক্টোবর দুপুর থেকে বাবলী নিখোঁজ ছিলো। বাবলীর বাড়ির পাশে ঈমনের বাড়ি, ঈমন বলে সকালে হাসুয়া দিয়া ঘাস কাটতে ছিলাম, বাবলী বার বার আমাকে বিরক্ত করছিল। আমি বিরক্ত হয়ে রাগে আমার হাসুয়া ছুড়লে আঘাতে তার মৃত্যু হয়। পরে আমি আমার বাবাকে সাথে নিয়ে লাশ বস্তায় লুকিয়ে ধান ক্ষেতে ফেলে রাখি। পরে শনিবার ২৩ অক্টোবর বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তাবন্দী লাশ পাওয়া যায়। 

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনর্চাজ ফজলুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫