Logo
×

Follow Us

বাংলাদেশ

সেন্টমার্টিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৮:০৪

সেন্টমার্টিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী

কক্সবাজারের টেকনাফ থানার আওতাধীন সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ৩২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান। এর আগে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সমুদ্রপথে সেন্টমার্টিন থেকে টেকনাফে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিনের দক্ষিণ পাড়ার ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক করে। পরে সেই ব্যাগে তল্লাশি চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫