Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ যুবক আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৫:০৭

ঝিনাইদহে ৬ কেজি রূপাসহ যুবক আটক

আটককৃত সুমন আলী

ঝিনাইদহে পাচারের সময় ৬ কেজি রূপার অলংকারসহ সুমন আলী (২২) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রবিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। জব্দ করা হয় একটি ইজিবাইক। আটককৃত সুমন আলী চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের আবুল বাশারের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকা থেকে রূপা ঝিনাইদহে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সেলিম রেজা, এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে বংকিরা গ্রামের মাঠে চেকপোস্ট বসায়। সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে তারা সেসময় ইজিবাইক চালক সুমন হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। 

পরে তার স্বীকারোক্তি মোতাবেক ইজিবাইকের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি রূপার অলংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫