Logo
×

Follow Us

বাংলাদেশ

কুড়িগ্রামে চায়ের দোকান থেকে মরদেহ উদ্ধার

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ১৭:০২

কুড়িগ্রামে চায়ের দোকান থেকে মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের চায়ের দোকান থেকে হযরত আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চায়ের দোকানটি হযরত আলীর স্ত্রী ফিরোজা চালাতেন। হযরত আলী ছিলেন ভ্রাম্যমাণ ভাঙ্গারি ব্যবসায়ী। 

রবিবার (৩১ অক্টোবর) সকালে নাগেশ্বরী পৌর এলাকার পয়রাডাঙ্গা দাদামোড়ের চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে পুলিশ। 

এদিকে নিহত হযরতের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত রাত ১০টার দিকেও হযরত আলী স্থানীয়দের সাথে দোকানে চা খেয়ে গল্প করেছে। তবে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল বলে জানায় স্থানীয়রা। 

এব্যাপারে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫