Logo
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে নারীকে গলাকেটে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১৫:১৭

রোহিঙ্গা ক্যাম্পে নারীকে গলাকেটে হত্যা

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাফরকে আটক করেছে এবিপিএন।

মঙ্গলবার (২ নভেম্বর) গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের একটি ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মারজান (৩৪)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মারজানকে তার স্বামী মো. জাফর নিজেই জবাই করে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫